আমুদরিয়া নিউজ : আরাবল্লি পাহাড়ের সংজ্ঞা নিয়ে সৃষ্ট বিতর্কের মধ্যে সুপ্রিম কোর্ট বিষয়টি স্বতঃপ্রণোদিতভাবে আমলে নিয়েছে এবং সোমবার এর শুনানি হওয়ার কথা। মামলার কার্যতালিকা অনুযায়ী, ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জে কে মহেশ্বরী ও অগাস্টিন জর্জ মসিহের সমন্বয়ে গঠিত তিন বিচারপতির অবকাশকালীন বেঞ্চ মামলাটির শুনানি করতে পারে। গত ২০ নভেম্বর শীর্ষ আদালত আরাবল্লি পাহাড় ও পর্বতশ্রেণির একটি সংজ্ঞা নির্ধারণ করে এবং বিশেষজ্ঞদের প্রতিবেদন প্রকাশিত না হওয়া পর্যন্ত দিল্লি, হরিয়ানা, রাজস্থান ও গুজরাট জুড়ে এর অন্তর্ভুক্ত এলাকাগুলিতে নতুন করে খননকাজ চালু করার উপর নিষেধাজ্ঞা জারি করে। বিশ্বের প্রাচীনতম পর্বতমালাকে রক্ষা করার জন্য সর্বোচ্চ আদালত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের একটি কমিটির সুপারিশ গ্রহণ করেছিল। কমিটি সুপারিশ করেছে যে, “আরাবল্লি পাহাড়” বলতে মনোনীত আরাবল্লি জেলাগুলিতে অবস্থিত এমন যেকোনো ভূমিরূপকে বোঝাবে যার উচ্চতা তার স্থানীয় ভূখণ্ড থেকে ১০০ মিটার বা তার বেশি এবং “আরাবল্লি পর্বতশ্রেণী” হবে একে অপরের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত দুটি বা ততোধিক পাহাড়ের সমষ্টি। এই নির্দেশ সামনে আসার পর থেকেই দেশজুড়ে আরাবাল্লি পর্বতকে রক্ষার জন্য আন্দোলন শুরু হয়েছে।