আমুদরিয়া নিউজ : সুপ্রিম কোর্ট ২০শে নভেম্বর আরাবল্লি পাহাড় এবং আরাবল্লি পর্বতশ্রেণীর সংজ্ঞা সংক্রান্ত তার নিজস্ব আদেশ স্থগিত করেছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জে কে মহেশ্বরী ও এ জি মসিহের সমন্বয়ে গঠিত একটি অবকাশকালীন বেঞ্চ আরাবল্লির সংজ্ঞা সম্পর্কিত বিষয়গুলো পরীক্ষা করার জন্য একটি নতুন বিশেষজ্ঞ কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছে। আজকের রায়ে সুপ্রিম কোর্ট বলেছে যে, পূর্বে অনুমোদিত সংজ্ঞাগুলোর বিষয়ে স্পষ্টীকরণের প্রয়োজন রয়েছে। আদালত এই বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্র এবং চারটি আরাবল্লি রাজ্য – রাজস্থান, গুজরাট, দিল্লি ও হরিয়ানার কাছে নোটিশ জারি করে তাদের প্রতিক্রিয়া জানতে চেয়েছে।