আমুদরিয়া নিউজ : সোমবার সুপ্রিম কোর্ট ২০১৭ সালের উন্নাও ধর্ষণ মামলায় বিজেপি নেতা কুলদীপ সিং সেঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত করার দিল্লি হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ জারি করেছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জে কে মহেশ্বরী ও অগাস্টিন জর্জ মসিহকে নিয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চটি হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে সিবিআই-এর করা আবেদনের বিষয়ে সেঙ্গারের কাছেও নোটিশ জারি করে তাঁর জবাব চেয়েছে। সিবিআই-এর পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা বেঞ্চকে হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ জারির জন্য অনুরোধ করেন। জানুয়ারির শেষ সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হবে।