আমুদরিয়া নিউজ : এক মামলায় বুধবার এলাহাবাদ হাইকোর্টের রায়কে স্থগিত করল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের বিচারপতির দেওয়া রায়কে সংবেদনশীলতার অভাব বলেও উল্লেখ করেন সুপ্রিম কোর্টের বিচারপতি। প্রসঙ্গত ১৭ মার্চ এক মামলায় হাইকোর্টের বিচারপতি রাম মনোহর নারায়ণ মিশ্র এই রায় দেন যে মহিলাদের স্তন ছোঁয়া কিংবা পোশাক টেনে খুলে ফেলার চেষ্টা করাকে ধর্ষণ বলে না। এই রায় দিয়ে তিনি ওই মামলায় অভিযুক্তদের জামিনের নির্দেশ দিয়েছিলেন। উই দ্য উইমেন অফ ইন্ডিয়া নামে একটি সংগঠন ও নির্যাতিতার মা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার পর আদালত মামলাটির শুনানি করে হাইকোর্টের রায়কে স্থগিত রেখেছে।
