আমুদরিয়া নিউজ: লালকেল্লার মালিকানা ফেরত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা ঠুকলেন শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জ়াফরের বংশধর। নিজেকে দ্বিতীয় বাহাদুর শাহ জ়াফরের প্রপৌত্রের বিধবা স্ত্রী বলে দাবি করেন ওই মহিলা। তাঁর বক্তব্য, ১৮৫৭ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাঁর পূর্বপুরুষদের কাছ থেকে জোর করে লালকেল্লা কেড়ে নিয়েছিল, তাই সেটি এখন তাঁকে ফেরত দিতে হবে। শুধু তাই নয়, ১৮৫৭ থেকে আজ পর্যন্ত ক্ষতিপূরণও চাই!
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি পিভি সঞ্জয় কুমারের বেঞ্চে সোমবার মামলাটি ওঠে। যদিও ওই মামলা পত্রপাঠ খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রশ্ন, শুধু লাল কেল্লাই কেন চাই? ফতেপুর সিক্রি কেন নয়, সেটাই বা বাদ দেওয়া হল কেন? সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, এই আবেদন সম্পূর্ণ ভ্রান্ত তাই মামলা খারিজ করা হল।