আমুদরিয়া নিউজ: পহেলগাঁও কাণ্ডে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। বৃহস্পতিবার সেই মামলা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই মুহূর্তে বিচারবিভাগীয় তদন্ত হলে সেনার মনোবলে আঘাত লাগতে পারে। তাই এখন নিরাপত্তাবাহিনীর মনোবলে আঘাত করা উচিত নয়।
পহেলগাঁও কাণ্ডের পর সুপ্রিম কোর্টে আবেদন করেন কাশ্মীরের ফতেহ কুমার সাহু, মহম্মদ জুনেইদ এবং ভিকি কুমার। তাঁদের দাবি, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে পহেলগাঁও হামলার বিচারবিভাগীয় তদন্ত হোক। এছাড়াও কেন্দ্র, জম্মু-কাশ্মীর সরকার, সিআরপিএফ এবং এনআইএকে শীর্ষ আদালত নির্দেশ দিক যেন তারা কাশ্মীরের আমজনতাকে সুরক্ষিত রাখতে যথাযথ পরিকল্পনা তৈরি রাখেন।
কিন্তু বৃহস্পতিবার এই মামলা শুনল না সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এনকে সিংয়ের বেঞ্চ বলেন, “এখন খুব গুরুত্বপূর্ণ সময়। সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে প্রত্যেক ভারতীয় একজোট হয়েছেন। তাই এই অবস্থায় নিরাপত্তাবাহিনীর মনোবল ভাঙা উচিত নয়।” দুই বিচারপতি আরও বলেন, ‘সুপ্রিম কোর্ট বা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিরা কবে থেকে তদন্তে বিশেষজ্ঞ হয়ে উঠেছেন? আমরা কবে থেকে এই ক্ষমতা পেয়েছি? আমরা শুধুমাত্র বিরোধের নিষ্পত্তি করি।’