আমুদরিয়া নিউজ: রাজ্যে ফের চালু হচ্ছে ১০০ দিনের কাজ। পাশাপাশি বকেয়া টাকা দেওয়া নিয়ে কলকাতা হাই কোর্টের নির্দেশকেই বহাল রেখেছে শীর্ষ আদালত। আর এই নির্দেশের পরেই কেন্দ্রের বিজেপি সরকারকে সোশাল মিডিয়ায় তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখছেন, ‘বহিরাগত বাংলা বিরোধী জমিদারদের আরও একটি শোচনীয় হার।’ তিনি আরও লিখছেন, ‘কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে যে আবেদন করা হয়েছিল, তা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। যা অবশ্যই বাংলার মানুষের ঐতিহাসিক জয়। দিল্লির ঔদ্ধত্য আর অবিচারের কাছে মাথানত করবে না বাংলা। যারা মনে করে বাংলাকে চুপ করিয়ে রাখা যায়, আজকের রায় তাদের গালে গণতন্ত্রের থাপ্পড়। ওরা বাংলা থেকে নেয় অথচ বকেয়া মেটায় না। এবার তারা মানুষের ভোটেও হেরেছে, সুপ্রিম কোর্টেও হেরেছে।’
 
			 
					 
		 
		 
		 
		