আমুদরিয়া নিউজ: ছাত্র-যুব বিক্ষোভের আগুন কেবল নেপালের নেতা-মন্ত্রীদের বাড়িই নয়, পুড়েছে সে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ভবনটিও। জানা গিয়েছে , বিক্ষোভকারীদের রোষাণলে ছাই হয়ে গিয়েছে ৬২ হাজার নথি! এই অবস্থায় সোমবার সকালে সাদা তাঁবু খাটিয়ে কাজ শুরু হল সেখানে। সাদা তাঁবুর উপরে লেখা রয়েছে ‘সুপ্রিম কোর্ট নেপাল’। এদিন নেপালের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রকাশমান সিংহ রাউত সুপ্রিম কোর্টে হামলার নিন্দা করেন। প্রধান বিচারপতি বলেন, “যে কোনও পরিস্থিতিতেই আমরা ন্যায়বিচারের পথ ধরে চলব। আদালতের কাজ বন্ধ হবে না।” সোমবার সুপ্রিম কোর্ট চত্বরে দেখা যায় বহু পোড়া বাইক, গাড়ি পড়ে রয়েছে। তার সামনেই তাঁবু খাটিয়ে শুরু হয় কাজ। নেপালের বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কেদারপ্রসাদ কৈরালা জানান, জরুরি মামলাগুলি অগ্রাধিকারের ভিত্তিতে শোনা হচ্ছে।
