আমুদরিয়া নিউজ : মহিলাদের জন্য সুখবর। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, আর শুধুই পুরুষশাসিত বার কাউন্সিল চলবে না। দেশের প্রতিটি রাজ্যের বার কাউন্সিলে মহিলাদের জন্য ৩০ শতাংশ সংরক্ষণ বাধ্যতামূলক করা হল। আদালতের পর্যবেক্ষণ, বহু বছর ধরে আইন পেশায় মহিলাদের সংখ্যা বাড়লেও সিদ্ধান্ত নেওয়ার জায়গায় তাঁদের উপস্থিতি অত্যন্ত কম। অনেক সময় পুরুষপ্রধান মানসিকতার কারণে মহিলারা নেতৃত্বের পদে পৌঁছতেই পারেন না। এই অবস্থার পরিবর্তন আনতেই কোর্টের নির্দেশ— বার কাউন্সিলের নির্বাচনে, কমিটি গঠনে এবং গুরুত্বপূর্ণ পদে অন্তত ৩০ শতাংশ মহিলা থাকতে হবে। এতে মহিলাদের নেতৃত্ব তৈরির সুযোগ বাড়বে, পাশাপাশি ভারসাম্যপূর্ণ প্রতিনিধিত্বও নিশ্চিত হবে। আইনজীবী মহলের মতে, এই রায় দেশের বিচারব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে। তরুণী আইনজীবীরা আরও আত্মবিশ্বাস নিয়ে পেশায় এগোতে পারবেন এবং দীর্ঘদিনের বৈষম্যের অবসান ঘটবে।