আমুদরিয়া নিউজ: ওবিসি মামলায় কলকাতা হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ জারি করল দেশের শীর্ষ আদালত। রাজ্যের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত সব বিজ্ঞপ্তির উপর সম্প্রতি স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গভাই, বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এনভি অঞ্জারিয়া বেঞ্চে ছিল ওবিসি মামলার শুনানি। সোমবার মামলাটি শুনানির জন্য উঠতেই হাই কোর্টের স্থগিতাদেশ জারির সিদ্ধান্ত নিয়ে বিস্ময় প্রকাশ করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি গভাই বলেন, “আমরা এ বিষয়ে নোটিস জারি করব। এটা আশ্চর্যজনক! হাই কোর্ট কী ভাবে এমন করে স্থগিতাদেশ দিতে পারে? আমরা ভেবে অবাক হচ্ছি যে, কোন যুক্তিতে হাই কোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে!” এরপরই হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ জারি করে অবিলম্বে নতুন বেঞ্চ গঠন করে দ্রুত শুনানি শেষ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আদালতের নির্দেশ, আগামী সোমবার থেকে এই মামলার শুনানি শুরু হবে কলকাতা হাইকোর্টে। আগামী ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে শুনানি শেষ করার সময়সীমাও বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট।
