আমুদরিয়া নিউজ: সুপার কাপে অভিযান শুরুতেই ডেম্পোর বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল ইস্টবেঙ্গল। এদিন ২৭ মিনিটে মহম্মদ আলির গোলে এগিয়ে যায় গোয়ার ক্লাব। এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য সমতায় ফেরে ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে স্কোর লাইন ১-১ করেন নাওরেম মহেশ। ৫৭ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন মিগুয়েল। কিন্তু ম্যাচের ৮৯ মিনিটে রানের গোলে সমতায় ফেরে ডেম্পো। এরপর আর কোনও গোল না হওয়ায় ম্যাচ ড্র হয়ে যায়।