আমুদরিয়া নিউজ : এবার পুজোয় অংশগ্রহণ করলেও কোনও মণ্ডপের উদ্বোধন করবেন না বলে জানিয়ে দিলেন রাজ্য বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শনিবার তিনি সাংবাদিকদের জানান, আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায তিনি এখনও বিষাদগ্রস্ত।
তার উপরে জয়নগরে ১০ বছরের নাবালিকার পরিণতি দেখে তিনি বিচলিত। এরকম একটা অবস্থায় কোনও পুজোর উদ্বোধন তাঁর পক্ষে করা সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন। তিনি দাবি করেন, যে রাজ্যে মেয়েদের নিরাপত্তা বলে কিছু নেই, সেখানকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত।