আমুদরিয়া নিউজ: বালোচিস্তানের রাজধানী কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা বিস্ফোরণ। মঙ্গলবার সন্ধ্যার এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত অনেকে। সংবাদমাধ্যম সূত্রের খবর, বালোচিস্তান ন্যাশনাল পার্টির নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সরদার আতাউল্লা মেঙ্গালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বিশেষ সভার আয়োজন করা হয়েছিল শহরের এক স্টেডিয়ামে। সেখানে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। সভা শেষে বের হওয়ার সময় স্টেডিয়ামের পার্কিং লটে বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জনের। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে এটি আত্মঘাতী হামলা। তবে কোনও সন্ত্রাসী সংগঠন এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। এদিকে গতকাল উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি সেনাঘাঁটিতেও আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় মোট ১২ নিহত হন।
