আমুদরিয়া নিউজ : গাড়িতে হামলার অভিযোগে সিবিআই তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করার উদ্যোগ নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষের কাছে এই মর্মে আবেদন জানানো হলে মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়। চলতি সপ্তাহেই শুনানি হতে পারে বলে আদালত সূত্রে খবর। শুভেন্দুর আইনজীবীর অভিযোগ, গত শনিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় তাঁর কনভয়ের উপর হামলা চালানো হয় এবং প্রাণনাশের চেষ্টাও হয়। অথচ পুলিশ কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি। এমনকি এফআইআরে খুনের চেষ্টার ধারাও যুক্ত করা হয়নি বলে দাবি। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ঘটনার নেপথ্যের সত্য উদ্ঘাটনে কেন্দ্রীয় তদন্তের আর্জি জানানো হয়েছে।