আমুদরিয়া নিউজ: বিধানসভা কক্ষে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে তীব্র উত্তেজনা ছড়াল বিধানসভায়। সোমবার মেয়োরোডে তৃণমূলের ভাষা দিবসের মঞ্চ খোলার অভিযোগ উঠেছিল সেনার বিরুদ্ধে। মঙ্গলবার অধিবেশনে ভাষণ দেওয়ার সময় সেই প্রসঙ্গ তোলেন ব্রাত্য। শুধু তা-ই নয়, ওই ঘটনার সঙ্গে ১৯৭১ সালে ঢাকায় পাক সেনাবাহিনীর গুলি করার বিষয় তুলনা করেন তিনি। এতেই আপত্তি তোলেন শুভেন্দু-সহ অন্য বিজেপি বিধায়কেরা। বলেন, “এভাবে ভারতীয় সেনা নিয়ে কথা বলা যায় না।” এরপরই শুভেন্দু একাধিকবার উচ্চস্বরে ‘ইন্ডিয়া আর্মি জিন্দাবাদ’ স্লোগান দিতে শুরু করেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে বারবার সতর্ক করলেও শুভেন্দু তাতে কর্ণপাত করেননি বলেই অভিযোগ। শেষমেশ শুভেন্দুকে চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করেন বিমান। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বিধানসভা কক্ষ ত্যাগ করেন শুভেন্দু অধিকারী-সহ বিজেপির সব বিধায়ক। বিধানসভা চত্বরে দাঁড়িয়ে তাঁরা এই সাসপেনশনের প্রতিবাদ জানান। শুভেন্দু বলেন, “আমাকে আবারও সাসপেন্ড করা হয়েছে। সেনার হয়ে বলার জন্য সাসপেন্ড হতে হয়েছে। আমি সেনার জন্য গর্ব অনুভব করি।”
