আমুদরিয়া নিউজ: ছুটির পরে স্কুলের ভিতরেই থেকে গিয়েছিল দ্বিতীয় শ্রেণির ছাত্রী। বিষয়টি খেয়াল না করেই দরজা তালাবন্ধ করে চলে যান সবাই। এদিকে শ্রেণিকক্ষেই আটকে পড়ে, জানলার ফাঁক গলে বেরনোর চেষ্টা করে সে। শরীর বেরিয়ে গেলেও লোহার রডে আটকে যায় মাথা। সকালে স্কুল খুললে উদ্ধার করা হয় তাকে। ঘটনাটি ঘটেছে ওড়িশার কেওনঝার জেলায়। বাঁশপাল ব্লকের আঞ্জার সরকারি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী জ্যোৎস্না দেহুরী। বৃহস্পতিবার স্কুলে গিয়েছিল সে। ছুটির পরে বাকি বাচ্চারা স্কুল থেকে বাড়ি চলে যায়। কিন্তু সেই ছাত্রী বেঞ্চে ঘুমিয়ে পড়েছিল। অভিযোগ, রক্ষী না দেখেই স্কুলের ফটক বন্ধ করে বেরিয়ে যান। মেয়ে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবার। ইতিমধ্যে শিশুটি স্কুলের জানলার গ্রিল ফাঁক করে বার হতে চেষ্টা করে। তখনই সেই ফাঁকে আটকে যায় তাঁর মাথা। গুরুতর জখম হয় সে। পরের দিন সকালে স্কুল খুলতেই বিষয়টি নজরে আসে। সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, সে গুরুতর আহত হয়েছে। ঘটনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে।
