আমুদরিয়া নিউজ : আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে রবিবার সকালে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল প্রায় ৬.০৭। ভূমিকম্পের কেন্দ্র ছিল সমুদ্রের তলদেশে, ফলে আশেপাশের দ্বীপ ও উপকূলীয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ মাটি কেঁপে ওঠায় অনেকেই ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাড়ির দেওয়াল ও জানালার কাঁচ কেঁপে ওঠে কয়েক সেকেন্ড ধরে। এখনো পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি। তবুও প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে এবং সুনামি সতর্কবার্তা দেওয়া হয়েছে উপকূলীয় এলাকাগুলিতে। দুর্যোগ মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। ভূমিকম্পপ্রবণ এই অঞ্চলে এমন কম্পন নতুন নয়, তবে এই মাত্রার ভূমিকম্পে মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা সমুদ্রের নিচে ভূমিকম্পের কারণ খতিয়ে দেখছেন।