আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গে ভোটার তালিকার চলতি বিশেষ সংশোধন (SIR) আরও স্বচ্ছ ও নির্ভুল করতে নির্বাচন কমিশন পাঁচ জন সিনিয়র আইএএস অফিসারকে বিশেষ রোল অবজারভার হিসেবে নিয়োগ করল। এর আগে অবসরপ্রাপ্ত আইএএস সুব্রত গুপ্ত এই দায়িত্বে ছিলেন। এবার পাঁচটি ডিভিশনে পাঁচ জন অভিজ্ঞ আধিকারিককে যুক্ত করে নজরদারি আরও কঠোর করা হল। তাঁদের দায়িত্ব—যোগ্য ভোটার যেন বাদ না পড়েন, অযোগ্য কেউ যেন তালিকায় প্রবেশ না করেন এবং দাবি-আপত্তি থেকে চূড়ান্ত তালিকা প্রকাশ পর্যন্ত প্রতিটি ধাপে কঠোর পর্যবেক্ষণ রাখা। ডিভিশনভিত্তিক পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন নিরাজ কুমার বানসোড় (মেদিনীপুর), কুমার রবি কান্ত সিংহ (প্রেসিডেন্সি), আলোক তিওয়ারি (মালদহ), পঙ্কজ যাদব (জলপাইগুড়ি) ও কৃষ্ণ কুমার নিরালা (বর্ধমান)। তাঁরা সংবিধানের ৩২৪(৬) ধারা অনুযায়ী সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে কাজ করবেন এবং মুখ্য নির্বাচনী আধিকারির সঙ্গে সমন্বয় বজায় রেখে রাজ্যে সফর করবেন। নির্বাচন কমিশন জানাচ্ছে—রাজ্যে প্রতি বছর বিশাল প্রশাসনিক কাজ হয় তালিকা সংশোধন ঘিরে। তাই এবার প্রতিটি ডিভিশনে একই মানদণ্ডে স্বচ্ছতা বজায় রাখতে এবং ভুয়ো বা দ্বৈত নাম রোধে এই বিশেষ নজরদারি চালু করা হয়েছে।