আমুদরিয়া নিউজ: উত্তরপ্রদেশের কানপুরে পথকুকুরের হামলায় গুরুতর আহত হলেন এক কলেজছাত্রী। কুকুরের হামলায় ক্ষতবিক্ষত হল তাঁর মুখ। চিকিৎসকেরা জানিয়েছেন, ১৭টি সেলাই পড়েছে তরুণীর মুখে। গত ২০ আগস্ট কলেজ থেকে ফিরছিলেন বৈষ্ণবী সাহু নামের ওই ছাত্রী। কানপুরের শ্যামনগর এলাকায় কুকুর এবং বাঁদরের লড়াইয়ের মাঝে পড়ে যান তিনি। সেখানেই হঠাৎ তিনটি কুকুর বিবিএ তৃতীয়বর্ষের ওই ছাত্রীকে আক্রমণ করে বলে জানা গিয়েছে। অতর্কিত আক্রমণে রাস্তায় পড়ে যান বৈষ্ণবী। এরপরেই তাঁর মুখে এবং শরীরে কামড়ে ক্ষতবিক্ষত করে দেয় কুকুরগুলি। এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন সুপ্রিম কোর্টের নির্দেশে পথকুকুরদের আশ্রয়কেন্দ্রে পাঠানোর বিষয়ে দেশজুড়ে বিতর্ক চলছে। প্রতিবাদের মুখে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট। এর মাঝেই এই ভয়াবহ ঘটনায় পথকুকুরদের নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।