আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, রাজ্যের ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম মহাত্মা গান্ধীর নামে রাখা হবে। তিনি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, “মহাত্মা গান্ধীর নাম সরিয়ে দেওয়া অত্যন্ত লজ্জাজনক।” তাঁর অভিযোগ, কেন্দ্র ২০ বছর পুরনো MGNREGA প্রকল্প থেকে গান্ধীর নাম মুছে ফেলার চেষ্টা করছে, যা দেশবাসীকে অবমাননা করার সমতুল। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার নিজস্ব তহবিল দিয়ে কর্মশ্রী প্রকল্প চালাচ্ছে, যাতে ৭৫ দিন পর্যন্ত কাজ পাওয়া যায়, ভবিষ্যতে তা ১০০ দিন করা হবে।