আমুদরিয়া নিউজ: জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোকে আরজি কর হাসপাতালেই পোস্টিং দিতে হবে বলে সম্প্রতি নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসুর সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর অনিকেতকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পোস্টিং দিয়েছিল ৷ বৃহস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চ এই নির্দেশ খারিজ করে ৷ বিচারপতি রায় দেন, জুনিয়র চিকিৎসককে দ্রুত আরজি কর হাসপাতালে নিয়োগ করতে হবে ৷ সেই নির্দেশকেই এবার চ্যালেঞ্জ জানিয়ে স্বাস্থ্য ভবন পৌঁছল ডিভিশন বেঞ্চে। এখন দেখার, ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়কে বহাল রাখে কিনা।
