আমুদরিয়া নিউজ : সুপ্রিম কোর্ট মঙ্গলবার জানিয়েছে, পথকুকুরের কামড়ের ঘটনায় রাজ্য সরকারগুলিকে ভারী ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হতে পারে। গত পাঁচ বছর ধরে পথকুকুর সংক্রান্ত নীতি কার্যকর না হওয়ায় আদালত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা ও এন ভি অঞ্জারিয়ার বেঞ্চ জানায়, কুকুরপ্রেমী ও পথকুকুরকে খাবার দেওয়া ব্যক্তিদেরও কামড়ের ঘটনার জন্য দায়বদ্ধ করা হবে। আদালত প্রশ্ন তোলে, শিশু বা বৃদ্ধ আক্রান্ত হলে দায়িত্ব কার? ২০২৫ সালের ৭ নভেম্বরের নির্দেশ সংশোধনের আবেদনের শুনানিতে আদালত জানায়, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও রেলস্টেশনের মতো এলাকায় পথকুকুর সরিয়ে নেওয়া জরুরি। রাজ্য ও কেন্দ্রের কাছে স্পষ্ট কর্মপরিকল্পনা চেয়েছে শীর্ষ আদালত।