আমুদরিয়া নিউজ : আজ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (SSC) একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে। সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে প্রার্থীরা নির্দিষ্ট ভেরিফিকেশন সেন্টারে হাজির হন। প্রার্থীদের মূল নথি, শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণের সার্টিফিকেট, জাতিগত স্বীকৃতি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হচ্ছে। প্রতিটি সেন্টারে বিশেষ কাউন্টার ও পর্যাপ্ত কর্মী রাখা হয়েছে যাতে ভিড় সামলানো যায় এবং প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন হয়। কমিশন জানিয়েছে, স্বচ্ছতা বজায় রাখতে কঠোর নজরদারি রাখা হয়েছে। বায়োমেট্রিক ভেরিফিকেশন, ফটোগ্রাফ মিলিয়ে দেখার পাশাপাশি প্রতিটি প্রার্থীর তথ্য ডিজিটাল সিস্টেমে আপলোড করা হচ্ছে। অনেক প্রার্থী জানান, ভেরিফিকেশন প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ ও সুসংগঠিত হয়েছে, যদিও কিছু সেন্টারে ভিড়ের কারণে দেরি হয়েছে।
এ দিন ভেরিফিকেশন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হলে আগামী পর্যায়ে মেধা তালিকা প্রকাশের প্রস্তুতি নেবে কমিশন। শিক্ষকদের দীর্ঘ প্রতীক্ষিত নিয়োগ প্রক্রিয়া এক ধাপ এগোল বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।
একাদশ-দ্বাদশ শ্রেণির এসএসসি ভেরিফিকেশন শুরু, ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা
Leave a Comment