আমুদরিয়া নিউজ: শনিবারের মধ্যেই অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। সুপ্রিম কোর্টে জানাল এসএসসি। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর নির্ধারিত তারিখেই হবে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। শুক্রবার সেই মর্মে স্পষ্ট নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে অযোগ্য ঘোষিত প্রার্থীদের সংখ্যা জানতে চায় সুপ্রিম কোর্ট। এসএসসি জানায়, সেই তালিকায় রয়েছেন প্রায় ১,৯০০ জন। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, যেসব প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে বা যাঁরা ইতিমধ্যেই অযোগ্য বা ‘দাগি’ ঘোষিত, তাঁদের পরীক্ষায় বসতে পারবেন না। আর এই বিষয়টি নিশ্চিত করতে হবে এসএসসি-কেই। এদিন আদালতে ‘যোগ্য’ প্রার্থীরা দাবি করেন, যদি ‘দাগি’দের চিহ্নিত করাই হয়, তবে আর কেন তাঁদের পরীক্ষা দিতে হবে? তবে সে দাবি এদিন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট জানায়, পরীক্ষা দিতেই হবে। তার মাধ্যমে সফল প্রার্থীরা ফের নিয়োগের সুযোগ পাবেন বলেই জানায় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে, “যাঁরা সুপ্রিম কোর্টের নির্দেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি করছেন, তাঁরা নবম-দশম এবং একাদশ-দ্বাদশ, দু’টি নিয়োগ প্রক্রিয়াতেই অংশ নিতে পারবেন।” রাজ্যের দুই স্তর মিলিয়ে প্রায় ৫ লক্ষ পরীক্ষার্থী বসবেন এই পরীক্ষায়।
