আমুদরিয়া নিউজ: রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। গ্রুপ সি-র ক্ষেত্রে শূন্যপদ ২৯৮৯। গ্রুপ ডি-এর ক্ষেত্রে শূন্যপদ ৫৪৮৮। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে কমিশনের ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যাবে। ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। বিস্তারিত বিজ্ঞপ্তি আগামী ৩১ আগস্ট কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হবে। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। চাকরিহারা যোগ্যরা আবেদন করতে পারবেন বলে সূত্রের খবর। সঙ্গে আবেদন করবেন নতুনরা। প্রসঙ্গত, ২০১৬ সালের এসএসসি ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করে।গত এপ্রিলে দুর্নীতির অভিযোগে গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিতে থাকার সুযোগ পেলেও চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের জন্য এমন কোনও সুযোগ হয়নি। এই আবহে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিল এসএসসি।
