আমুদরিয়া নিউজ: চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে শুক্রবার বিধানসভায় গেলেন ‘যোগ্য’দের প্রতিনিধিদল। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাঁরা নিজেদের দাবিদাওয়া জানান। ওএমআর শিটের মিরর ইমেজ, যোগ্য-অযোগ্যের পৃথক তালিকা প্রকাশ, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসা-সহ মোট পাঁচদফা দাবি জানান স্পিকারের কাছে। স্পিকার তাঁদের দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তবে তিনি এও মনে করিয়ে দেন, বিষয়টি আদালতের বিচারাধিন তবে সরকারের তরফে আইন মেনে সব ধরনের সহযোগিতা করা হবে। দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের গোটা প্যালেনটাই বাতিল করে দিয়েছে সুপ্রিমকোর্ট। যার জেরে চাকরিহারা হয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী।
