আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহেই প্রকাশ করতে পারে বলে জানা গেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় মোট শূন্যপদ রয়েছে ২৩ হাজারের বেশি। তাই দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা বহু প্রার্থীর জন্য এটি বড় খবর। পরীক্ষায় প্রায় তিন লক্ষের কাছাকাছি আবেদন জমা পড়েছিল। ফল প্রকাশ হলে প্রার্থীরা রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে এসএসসি-র ওয়েবসাইট থেকে নিজের ফল দেখতে পারবেন। এরপর যোগ্য প্রার্থীদের তালিকা তৈরি হবে এবং পরবর্তী ধাপে ইন্টারভিউ ও ভেরিফিকেশন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই প্রার্থীদের মধ্যে উত্তেজনা বাড়ছে। কে কত নম্বর পেতে পারে, কবে সাক্ষাৎকার হবে, এসব নিয়ে নানা আলোচনা চলছে। কমিশন জানিয়েছে, আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়েই ফল প্রকাশের দিন ঘোষণা করা হবে।