আমুদরিয়া নিউজ: রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (SSC) ঘোষণা করেছে যে ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আজ, সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ প্রকাশ করা হবে। দীর্ঘদিন ধরে এই ফলের অপেক্ষায় ছিলেন হাজার হাজার প্রার্থী। কারণ একাধিকবার নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠায় আগের প্যানেল বাতিল হয়েছিল। আদালতের নির্দেশ মেনে নতুন করে পরীক্ষা নেওয়া হয় এবং সেই পরীক্ষার ফল এবার প্রকাশ পেতে চলেছে। ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক স্তরের (একাদশ-দ্বাদশ) কয়েকটি বিষয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও অনেক প্রার্থী এখনও ডাক পাননি। ফলে ৯ম-১০ম শ্রেণির ফল তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফল প্রকাশের পর যোগ্য প্রার্থীরা পরবর্তী ধাপে ডকুমেন্ট যাচাই ও অন্যান্য প্রক্রিয়ার জন্য প্রস্তুতি নেবেন। প্রার্থীদের আশা, এইবার কোনও জটিলতা না হয়ে দ্রুত নিয়োগ সম্পন্ন হবে, যাতে তারা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্কুলে যোগ দিতে পারেন।