আমুদরিয়া নিউজ : দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়। আদালত নির্দেশ দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাস ও রেলস্টেশন সহ জনবহুল এলাকা থেকে সমস্ত পথ কুকুরকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে রাখতে হবে। এই সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন প্রাণীপ্রেমীরা। অভিনেত্রী শ্রীলেখা মিত্রও সোশ্যাল মিডিয়ায় নিজের অসন্তোষ প্রকাশ করেছেন। ফেসবুকে তিনি লেখেন, “আমার কাছে মানুষের চেয়ে কুকুর আগে। কোনো সভ্য দেশে এমন নিষ্ঠুরতা দেখা যায় না।” তিনি আরও বলেন, “আমরা বাচ্চাদের ভালোবাসা নয়, ভয় শেখাচ্ছি।” পাশাপাশি “নো ডগ, নো ভোট” হ্যাশট্যাগে প্রতিবাদ জানান শ্রীলেখা। তাঁর পোস্টে স্পষ্ট, আদালতের রায়ে গভীরভাবে আঘাত পেয়েছেন তিনি। অনেক নেটিজেন শ্রীলেখার সঙ্গে একমত হলেও, কেউ কেউ রায়কে জননিরাপত্তার পক্ষে প্রয়োজনীয় বলেও দাবি করছেন।