আমুদরিয়া নিউজঃশনিবার মালয়েশিয়া মাস্টার্স সুপার ৫০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে জাপানের ইউশি তানাকার বিপক্ষে সরাসরি গেমে জয়ের মাধ্যমে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো বিডব্লিউএফ ইভেন্টের পুরুষ এককের ফাইনালে উঠেছেন ভারতীয় শাটলার কিদাম্বি শ্রীকান্ত।তিনি ইউশি তানাকাকে ২১-১৮, ২৩-২১ ব্যবধানে হারিয়ে মালয়েশিয়া মাস্টার্সের ফাইনালে উঠেছেন।২০১৯ সালের ইন্ডিয়া ওপেনে রানার-আপ হওয়ার পর এটিই শ্রীকান্তের BWF ওয়ার্ল্ড ট্যুরে প্রথম ফাইনালে উপস্থিতি।