আমুদরিয়া নিউজ: শিলিগুড়ি পুর নিগমের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শ্রাবণী দত্তকে মেয়র পারিষদ পদ থেকে অপসারিত করা হল। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মেয়র গৌতম দেব এই সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি জানান রাজ্য নেতৃত্বের নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যতদিন পর্যন্ত একজন নতুন এমএমআইসি নিয়োগ করা না হচ্ছে ততদিন মেয়র নিজেই শ্রাবণী দত্তের দায়িত্ব সামলাবেন। উল্লেখ্য, রবিবার রাতে গণেশ বিসর্জনকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর বিরোধে শিলিগুড়ি পুরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের রাজীব মোড়ে উত্তেজনা ছড়ায়। ওয়ার্ডের কাউন্সিলার শ্রাবণীর সঙ্গে দলেরই অপর গোষ্ঠীর বচসা বাধে। সেই বচসা একটা সময় হাতাহাতিতে পৌঁছায় বলে অভিযোগ। পরে রাতে মেয়র গৌতম দেব এলাকাটি পরিদর্শন করেন এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন স্থানীয়দের। মঙ্গলবার মেয়র পারিষদ দের নিয়ে বৈঠক করেন গৌতম দেব। এরপরেই শ্রাবণীকে অপসারণের বিষয়টি জানানো হয়।
