আমুদরিয়া নিউজ: ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অনুপম খের পরিচালিত ‘তানভি দ্য গ্রেট’। এই ছবির মাধ্যমে দীর্ঘ দু’ দশক বাদে পরিচালকের আসনে ফিরছেন অনুপম খের। সম্প্রতি কান ফিল্ম ফেস্টিভ্যালের বিশেষ সিনেবিভাগে প্রদর্শিত হয় ছবিটি। তারপর থেকেই চর্চায় অনুপম পরিচালিত এই সিনেমা। এবার রাষ্ট্রপতি ভবনে দেখানো হল ‘তানভি দ্য গ্রেট’। শুক্রবার রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে প্রদর্শিত হয় সিনেমাটি। এই স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন অনুপম খের, বোমান ইরানি, করণ ঠাক্কর এবং সিনেইন্ডাস্ট্রিতে নবাগত শুভাঙ্গী। এক বিশেষ ক্ষমতাসম্পন্ন তরুণীর দেশের হয়ে লড়াই করার স্বপ্নের গল্প দেখে মুগ্ধ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। অন্যদিকে অনুপম জানিয়েছেন, “এটা আমাদের জন্য দারুণ গর্বের বিষয় যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং ভারতীয় সশস্ত্রবাহিনীর সুপ্রিম কমান্ডার একসঙ্গে বসে আমাদের এই সিনেমাটি উপভোগ করলেন। দেশের রাষ্ট্রপতির তরফে প্রশংসা পাওয়া আমার জন্য স্বপ্নপূরনের থেকে কম কিছু নয়। পরিচালক হিসেবে আমি ধন্য।”