আমুদরিয়া নিউজ: শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদ মামলা খারিজ করে দিল আদালত। আট বছর ধরে আলিপুর আদালতে চলছিল মামলা। রত্নার বিরুদ্ধে তোলা কোনও অভিযোগই আদালতে প্রমাণ করতে পারেননি শোভন চট্টোপাধ্যায়ের আইনজীবী। সেই প্রেক্ষিতেই এই মামলা খারিজ করে দিয়েছে আদালত। ওদিকে রত্না আদালতের কাছে স্বামীর সঙ্গে থাকার যে আবেদন করেছিলেন তাও খারিজ হয়ে গেছে। অর্থাৎ ডিভোর্স না হলেও একসঙ্গে থাকতে পারবেন না তাঁরা। রায় ঘোষণার পর কোর্টচত্বরে দাঁড়িয়ে রত্না বলেন, ‘‘আট বছর ধরে যে লড়াই করেছিলাম তার জয় হল। পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের অনেক সময়েই ক্ষমতার কাছে হেরে যেতে হয়। আমি সব নারীর হয়ে সেই জয় পেয়েছি।’’ ২০১৭ সালে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন শোভন চট্টোপাধ্যায়। রত্নার বিরুদ্ধে নিষ্ঠুর আচরণ ও আর্থিক অনিয়মের অভিযোগ তুলে তিনি আদালতে আবেদন জানান। রত্নার সঙ্গে সম্পর্কের অবনতির পর থেকেই শোভন আর নিজের বাড়িতে থাকেন না। দীর্ঘদিন ধরে তিনি গোলপার্কে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকেন। তাঁদের সঙ্গেই থাকেন বৈশাখীর মেয়েও।
