আমুদরিয়া নিউজ: সাত বছর পরে প্রশাসনিক পদে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। ‘নিউটাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষে’ (এনকেডিএ)-র চেয়ারম্যান করা হল তাঁকে। শুক্রবার এক বিবৃতি জারি করে এই খবর জানানো হয়েছে। এতদিন এনকেডিএ- চেয়ারম্যান পদে ছিলেন আলাপন বন্দ্যাোপাধ্যায়। তাঁর জায়গায় এবার নিয়োগ করা হল শোভন চট্টোপাধ্যায়কে। গত বুধবার তৃণমূল সুপ্রিমোর সঙ্গে দেখা করেন শোভন। উত্তরবঙ্গে ছিলেন মমতা। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাহাড়ে গিয়েছিলেন শোভনও। সেই ফাঁকেই তিনি দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। তাঁর ৪৮ ঘণ্টার মধ্যেই এল বড় ঘোষণা।
