আমুদরিয়া নিউজ: দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২৬ ডিসেম্বর থেকে শুরু প্রতিযোগিতা। গত বার প্রিটোরিয়ার প্রধান কোচ ছিলেন জোনাথন ট্রট। তাঁর স্থলাভিষিক্ত হবেন সৌরভ। ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে, ‘প্রিন্স তাঁর রয়্যাল টাচ নিয়ে আসছেন ক্যাপিটালস শিবিরে! আমরা দারুণ উচ্ছ্বসিত সৌরভ গাঙ্গুলিকে নতুন হেড কোচ হিসেবে পেয়ে।’ এটাই সৌরভের প্রথম পেশাদার দলে প্রধান কোচ হিসেবে কাজ। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সৌরভ প্রশাসনিক ভূমিকায় আসেন। তিনি বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি ছিলেন তিনি। ২০১৯ সালে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের মেন্টর হন তিনি। পরে ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবেও কাজ করেছেন তিনি।