আমুদরিয়া নিউজ: কন্নড় বিতর্কে গায়ক সোনু নিগমের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ করা যাবে না। সাফ জানাল কর্নাটক হাই কোর্ট। তদন্তের প্রয়োজনে আদালত গায়ককে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁর বক্তব্য রেকর্ড করার অনুমতিও দিয়েছে। পহেলগাঁও কাণ্ডের পর কর্নাটকের কনসার্টে অপ্রীতিকর মন্তব্যের জেরে রোষের মুখে পড়তে হয় সোনু নিগমকে। কনসার্টে একের পর এক হিন্দি গান গাওয়ার পর কন্নড় ভাষার গান গাওয়ার অনুরোধ আসতে থাকে গায়ক সোনু নিগমের কাছে। এরপরই মেজাজ হারিয়ে পহেলগাঁও সন্ত্রাসের উদাহরণ দেখিয়ে তিনি বলেন, “এমন অসহিষ্ণু মনোভাবের জন্যই পহেলগাঁওয়ে হামলা হয়েছে।” এরপরই সোনুর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। মামলা ওঠে কর্ণাটক হাই কোর্টে। অবশেষে বৃহস্পতিবার আদালত জানিয়েছে আগামী শুনানি পর্যন্ত গায়ক সোনু নিগমের বিরুদ্ধে করা যাবে না কোনও শাস্তিমূলক পদক্ষেপ।