আমুদরিয়া নিউজ : ডিজিটাল ইন্ডিয়ার যুগে চাঞ্চল্যকর সিদ্ধান্ত রাজস্থানের জালোর জেলায়। প্রজাতন্ত্র দিবস থেকে জেলার ১৫টি গ্রামে তরুণী ও বউদের জন্য ক্যামেরাযুক্ত ও ইন্টারনেট সংযুক্ত মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে। ঘরের বাইরে তো নয়ই, সামাজিক অনুষ্ঠান বা প্রতিবেশীর বাড়িতেও ফোন নিয়ে যাওয়ার অনুমতি নেই। ব্যবহার করা যাবে শুধু ক্যামেরাবিহীন, ইন্টারনেটবিহীন কিপ্যাড মোবাইল।
গাজীপুর গ্রামে চৌধরি সম্প্রদায়ের সভায় এই নির্দেশ ঘোষণা করেন সভাপতি সুজনরাম চৌধরী। পড়াশোনার জন্য ছাত্রীদের স্মার্টফোন ব্যবহারের ছাড় থাকলেও তা শুধু ঘরের মধ্যেই সীমাবদ্ধ। বউদের ক্ষেত্রে সেই ছাড়ও নেই।
নির্দেশের সাফাই দিয়ে বলা হয়েছে, শিশুদের চোখের ক্ষতি আটকাতেই এই সিদ্ধান্ত। তবে শুধু মহিলাদের উপর কেন এই নিষেধাজ্ঞা—তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইন্টারনেটনির্ভর সময়ে মেয়েদের একতরফা ভাবে বঞ্চিত করার অভিযোগে শুরু হয়েছে তীব্র বিতর্ক।