আমুদরিয়া নিউজ: আগামী এক সপ্তাহ বা তার আশপাশে তামিলনাড়ুতে এসআইআর শুরু হবে। শুক্রবার জানাল মাদ্রাজ হাইকোর্ট। মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি মণীন্দ্র মোহন শ্রীবাস্তব এবং এবং বিচারপতি জি অরুল মুরুগানের ডিভিশন বেঞ্চে গতকাল একটি জনস্বার্থ মামলার শুনানি হয়। জনস্বার্থ মামলাটি করেন এআইএডিএমকে-র প্রাক্তন বিধায়ক বি সত্যনারায়ণন। তিনি ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত তামিলনাড়ুর টি নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। তাঁর দাবি ছিল, ভোটার তালিকা যাতে একেবারে স্বচ্ছ হয়, তার জন্য হস্তক্ষেপ করুক আদালত। শুনানি চলাকালীন নির্বাচন কমিশনের স্ট্যান্ডিং কাউন্সেল নিরঞ্জন রাজাগোপালন আদালতকে জানান, তামিলনাড়ুতে এক সপ্তাহ বা তার আশপাশের মধ্যে বিশেষ নিবিড় সংশোধন শুরু হবে। তিনি আরও জানান, এসআইআর করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সমস্ত নির্দেশ মেনে চলবে নির্বাচন কমিশন।