আমুদরিয়া নিউজ: হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার প্রয়াত হলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা ঋষভ ট্যান্ডন। দিল্লিতে পরিবারের সঙ্গে দীপাবলির উদযাপনে গিয়েছিলেন ঋষভ। সেখানে গিয়ে হঠাৎই শরীরে অস্বস্তি শুরু হয় তাঁর। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়েছে ঋষভের। ঋষভের পোশাকি নাম ছিল ফকির। অনুরাগীরা ওই নামেই চিনত তাঁকে। ফকির একাধিক গান গেয়েছেন, যার মধ্যে অন্যতম হল ‘ইয়ে আশিকি’, ‘ইশ্ক্ ফকিরা’, ‘চাঁদ তু’। গায়ক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করে ধীরে ধীরে অভিনয়ের দিকে ঝোঁকেন ঋষভ ট্যান্ডন। ‘ফকির – লিভিং লিমিটলেস’ এবং ‘রুশনা: দ্য রে অফ লাইট’-এর মতো ছবিতে অভিনয়ের জন্য পরিচিত পান তিনি। ঋষভের মৃত্যুতে শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে।