আমুদরিয়া নিউজ: বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের প্রার্থী হতে চলেছেন গায়িকা মৈথিলী ঠাকুর? নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের সঙ্গে মৈথিলীর সাক্ষাতের পরই তুঙ্গে জল্পনা। জল্পনা আরও বাড়িয়েছে বিহারে বিজেপির দায়িত্বে থাকা বিনোদ তাওড়ের সঙ্গে মৈথিলীর একটি ছবি। নিজের এক্স হ্যান্ডলে তাওড়ে সেই ছবি পোস্ট করে মৈথিলীকে ‘বিহার-কন্যা’ বলে উল্লেখ করেন। বিহারের মিথিলা অঞ্চলের বাসিন্দা মৈথিলী। মধুবনী এবং দ্বারভাঙা— এই অঞ্চলের মধ্যে পড়ে মিথিলা। সূত্রের খবর, বিজেপি তাঁকে মধুবনি বা দ্বারভাঙার আলিগড় আসন, এই দুটির মধ্যে কোনও একটিতে টিকিট দিতে পারে। সঙ্গীতশিল্পী হিসাবে তাঁর বেশ যশ এবং খ্যাতি রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ২০২৪ সালে তাঁর গানের যথেষ্ট প্রশংসা করেছিলেন। সোমবার বিহার বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৬ ও ১১ নভেম্বর দুই দফায় ভোট হবে। আর গণনা হবে ১৪ নভেম্বর।
