আমুদরিয়া নিউজ: মঙ্গলবার বিকেলেই পটনায় রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে পদ্মশিবিরে যোগ দেন সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুর। আর বুধবার পেলেন বিধানসভা নির্বাচনের টিকিট। এদিন বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় প্রার্থিতালিকা প্রকাশ করেছে বিজেপি। প্রকাশিত ওই তালিকায় ১২টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সেখানে নাম রয়েছে মৈথিলীর। বিহারের দ্বারভাঙা জেলার আলিনগর বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করা হয়েছে। এছাড়া বিজেপির প্রার্থী তালিকায় নাম রয়েছে প্রাক্তন আইপিএস আধিকারিক আনন্দ মিশ্রর।