আমুদরিয়া নিউজ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরি হাঁকালেন ভারত অধিনায়ক শুভমান গিল। এদিন কেরিয়ারের দশম টেস্ট সেঞ্চুরিটা তুলে নিলেন তিনি। প্রথম দিনের শেষে ১৭৩ রানে অপরাজিত ছিলেন যশস্বী। এদিন মাত্র ২ রান যোগ করে ১৭৫ রানে আউট হন। তবে শুভমন ১৯৬ বলে ১২৯ রানে অপরাজিত থাকেন। ইনিংসে ছিল ২টি ছয় এবং ১৬টি চার। দ্রুত রান তোলার চেষ্টায় টিম ইন্ডিয়ার নেতাকে যোগ্য সঙ্গত দেন নীতিশ কুমার রেড্ডি এবং ধ্রুব জুরেল। শেষ পর্যন্ত ৪৪ রানে জুরেল আউট হতেই ৫১৮ রানে ডিক্লেয়ার ঘোষণা করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ১ উইকেট খুইয়ে ২১ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।