আমুদরিয়া নিউজ: ইংল্যান্ড সফরে গিয়ে অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বিরাট লাফ দিলেন শুভমান গিল। এজবাস্টন টেস্টের আগে শুভমন টেস্ট ক্রমতালিকায় ছিলেন ২১ নম্বরে। বুধবার প্রকাশিত আইসিসি-র নতুন ক্রমতালিকায় টেস্টে ব্যাটারদের মধ্যে ষষ্ঠ স্থানে উঠেছেন শুভমন। শুভমন ছাড়া প্রথম দশে ভারতের আরও দুই ব্যাটার রয়েছেন। চার নম্বরে যশস্বী জয়সওয়াল ও আট নম্বরে রয়েছেন ঋষভ পন্থ। ব্যাটারদের তালিকার শীর্ষস্থানে এত দিন ছিলেন ইংল্যান্ডের জো রুট। এবার তাঁকে টপকে ইংল্যান্ডেরই হ্যারি ব্রুক শীর্ষে উঠেছেন। বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন জশপ্রীত বুমরাহ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে কাগিসো রাবাডা এবং প্যাট কামিন্স। এজবাস্টনে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে ৮৪ থেকে ৪৫ নম্বরে উঠে এসেছেন আকাশ দীপ। টেস্ট অলরাউন্ডারদের তালিকাতেও রবীন্দ্র জাডেজা নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন।