আমুদরিয়া নিউজ: এজবাস্টনে রেকর্ড গড়লেন শুভমন গিল। টেস্টে প্রথমবার ডবল সেঞ্চুরি হাঁকালেন তিনি। সেইসঙ্গে ভারতের প্রথম অধিনায়ক হিসাবে টেস্টে ইংল্যান্ডের মাটিতে দ্বিশতরান করলেন তিনি। প্রথমদিনের শেষে ১১৪ রানে অপরাজিত ছিলেন ভারত অধিনায়ক। দ্বিতীয় দিন রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে ৪০০-র গণ্ডি পেরন তিনি। জাদেজা ৮৯ রানে আউট হয়ে গেলেও নিজের ডাবল হান্ড্রেড সেরে ফেললেন। এর আগে ভারত অধিনায়কদের মধ্যে ইংল্যান্ডের মাটিতে টেস্টে সবথেকে বেশি স্কোর ছিল মহম্মদ আজহারউদ্দিনের। ১৯৯০ সালের ম্যানচেস্টার টেস্টে ১৭৯ রান করেছিলেন আজহার। এদিন ৩১১ বলে নিজে ডাবল সেঞ্চুরি পূরণ করেন গিল। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫০০ রান পার হল ভারতের। শুভমন ২২৯ ও ওয়াশিংটন সুন্দর ২৩ রানে খেলছেন।