আমুদরিয়া নিউজ: সিডনিতে তৃতীয় এক দিনের ম্যাচে ফিল্ডিং করার সময় বুকের পাঁজরে চোট পেলেন শ্রেয়স আইয়ার। অস্ট্রেলিয়ার ইনিংসের ৩৪ ওভারের ঘটনা। হর্ষিত রানার ওভারে তুলে মারতে যান অ্যালেক্স ক্যারি। শর্ট থার্ডম্যান অঞ্চলে দাঁড়িয়ে থাকা শ্রেয়স পিছনের দিকে দৌড়ে ক্যাচ ধরেন। সেই সময়ই বেকায়দায় পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। ম্যাচের বাকি সময়ে আর মাঠে নামতে পারেননি। হাসপাতালে নিয়ে গিয়ে স্ক্যান করা হয় শ্রেয়সের। বিসিসিআই সূত্রে খবর, তাঁর বাঁ-দিকের পাঁজরে চোট লেগেছে। আরও কিছু পরীক্ষা হবে। তবে চোট গুরুতর নয় বলেই খবর।