আমুদরিয়া নিউজ: সিডনিতে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারের ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে চোট লেগেছিল শ্রেয়স আইয়ারের। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল তাঁকে। সংবাদ মাধ্যম সূত্রে খবর চোটের জায়গায় রক্তক্ষরণ হওয়ায় আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে শ্রেয়সকে। আপাতত রক্তক্ষরণ বন্ধ না হওয়া পর্যন্ত আইসিইউ-তেই থাকবেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শ্রেয়সের অবস্থা এখন স্থিতিশীল। তবে এই আঘাত মারাত্মক হতে পারত বলেই মনে করা হচ্ছে। এদিকে আগামী কয়েক মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে ভারতীয় দল। আপাতত দুই সিরিজেই অনিশ্চিত ভারতীয় তারকা।