আমুদরিয়া নিউজ: সিডনির হাসপাতাল থেকে শনিবার ছাড়া পেলেন শ্রেয়স আইয়ার। তবে এখনই দেশে ফেরা হচ্ছে না শ্রেয়সের। আপাতত তিনি সিডনিতেই থাকবেন। চিকিৎসকরা শ্রেয়সকে উড়ানের জন্য উপযুক্ত ঘোষণা করলেই তিনি দেশে ফিরবেন। গত ২৫ অক্টোবর ম্যাচে পাঁজরে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন শ্রেয়স। চোট এতটাই গুরুতর ছিল যে, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেতে হয় শ্রেয়স আইয়ারকে। অভ্যন্তরীণ রক্তক্ষরণ হওয়ায় তাঁকে আইসিইউয়ে রাখা হয়। তাঁর চিকিৎসার জন্য চিকিৎসকদের একটি দল তৈরি করেন হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁর প্লীহায় ক্ষত ধরা পড়ে। বিশেষ পদ্ধতিতে সেই ক্ষত ঠিক করা হয়। শ্রেয়স বিপন্মুক্ত হওয়ার পর এবং তাঁর শারীরিক অবস্থা পরিস্থিতি স্থিতিশীল হলে সাধারণ আইসিইউ থেকে বের করে আনা হয় তাঁকে। অবশেষে এদিন হাসপাতাল থেকে ছুটি পেলেন তিনি।