আমুদরিয়া নিউজ: আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ। উদ্বোধন অসমের গুয়াহাটিতে। উদ্বোধনী অনুষ্ঠানে গাইবেন শ্রেয়া ঘোষাল। মাঠ ভরাতে সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তবে অনুষ্ঠানে আর কোনও শিল্পী থাকবেন কিনা, আইসিসির তরফ থেকে এখনও তা জানানো হয়নি। কেবল উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করাই নয়, আসন্ন মহিলা বিশ্বকাপের অফিশিয়াল অ্যান্থেম ‘ব্রিং ইট হোম’টিও শ্রেয়ার গাওয়া। বৃহস্পতিবার শ্রেয়ার নাম ঘোষণার পাশাপাশি বিশ্বকাপের টিকিট বিক্রির বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে আইসিসির তরফে। আইসিসির আন্তর্জাতিক টুর্নামেন্টের ইতিহাসে নিম্নতম দামে ছাড়া হচ্ছে মহিলাদের বিশ্বকাপের টিকিট। টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ১০০ টাকা।