আমুদরিয়া নিউজ: ফের আমেরিকার স্কুলে বন্দুকবাজের হামলা। জানা গিয়েছে বুধবার মিনেসোটা প্রদেশের মিনিয়াপলিসে একটি হাই স্কুলে অজ্ঞাতপরিচয় বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালান। হামলায় তিনজনের মৃত্যু হয়েছে। অন্তত ২০ জন গুরুতর আহত। সংবাদ সংস্থা জানিয়েছে বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ মিনিয়াপলিস ক্যাথলিক স্কুলে ঢুকে গুলিবর্ষণ শুরু করেন ওই বন্দুকধারী। এর পরে ওই বন্দুকবাজ নিজেই গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন। ঘটনায় দুঃখপ্রকাশ করে প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশালে তিনি লেখেন, ‘বন্দুকবাজের হামলার দুর্ভাগ্যজনক ঘটনার সম্পর্কে খোঁজ নিয়েছি। গোটা ঘটনার দিকে নজর রাখছে হোয়াইট হাউস।’
