আমুদরিয়া নিউজ: আমেরিকার মিশিগানে একটি চার্চে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে ৪ জনের। আহত ৮। মিশিগান প্রদেশে গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরে ‘চার্চ অব জিজাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেইন্টস’-এ এই হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে, শনিবার গভীর রাতে হামলাকারী নিজের গাড়ি নিয়ে গির্জার দরজা ভেঙে ঢুকে পড়ে। এরপর অ্যাসল্ট রাইফেল থেকে গুলি চালাতে শুরু করে। গির্জায় তখন শতাধিক মানুষ ছিলেন। হামলা শুরু হতেই পুলিশ ওই ব্যক্তিকে পাল্টা গুলি চালিয়ে হত্যা করে। তার আগেই হামলাকারীর গুলিতে তিনজন মারা যান। হামলাকারী টমাস জেকব স্যানফোর্ড (৪০) মার্কিন সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত বলে জানা গিয়েছে। কেন তিনি হামলা চালালেন তা জানার চেষ্টা করছে পুলিশ।
